এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
ছয় দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল আদিবাসী জমি রক্ষা কমিটি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। বুধবার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা হাতে অস্ত্র নিয়ে একটি মিছিল করে বালুরঘাট জেলাশাসকের দপ্তরের সামনে আসে। এরপরে এই দপ্তরের সামনেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি আদিবাসীদের জমি রক্ষার স্বার্থে ছয় দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন তারা।
আদিবাসী জমি রক্ষা কমিটির এই বিক্ষোভ ডেপুটেশনে কোনরূপ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে জেলা শাসকের দপ্তরের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।