অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
জল্পনাটা চলছিলই, শেষপর্যন্ত সেটাই হল। টি টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরার পরিবর্তে ভারতীয় দলে এলেন মহম্মদ সামি। শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারতীয় দল। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেই দলেই জসপ্রীত বুমরার পরিবর্তে দেখা যাবে মহম্মদ সামিকে।
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ফের এবারের বিশ্বকাপেই ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে মহম্মদ সামিকে।
কয়েকদিন আগেই এনসিএ-তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছিলেন মহম্মদ সামি। যদিও সেই সময় ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে নির্বাচকরা জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটার হিসাবে তাঁর নাম ঘোষণা করেনি। মাঝে মহম্মদ সিরাজকে নিয়েও একটা জল্পনা চলছিল। শুক্রবারই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছে গিয়েছেন মহম্মদ সামি।একইসঙ্গে সেখানে গিয়েছেন মহম্মদ সিরাজও। তারা অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরই জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটার হিসাবে তাঁর নাম ঘোষনা করেছে বিসিসিআই। ভারতের হয়ে দুটো প্রস্তুতি ম্যাচেও দেখা যেতে পারে তাঁকে।