ওকে দিয়ে হবে না টি-টোয়েন্টি, রোহিতকে সরানোর দাবি শাস্ত্রীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের টি টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে সফল হতে পারেননি রোহিত শর্মা। প্রথমে এশিয়া কাপ আর তারপর টি২০ বিশ্বকাপে ব্যর্থ হয় রোহিত শর্মার ভারত। আর এবার টি২০ ফরম্যাটে ক্যাপ্টেন্সি বদল করার পরামর্শ দিছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

এদিন শাস্ত্রী এক সাক্ষাৎকারে জানান, “আমার মনে হয় টি-২০ ক্রিকেটে নতুন অধিনায়ক আনার উচিত। কারণ যেই সংখ্যক ক্রিকেট খেলা হয় সেই পরিস্থিতিতে তিন ফর্ম্যাটে এক অধিনায়ক চলতে পারে না। এটা খুব কঠিন। রোহিত এখন ওডিআই ও টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে এবার নতুন টি-২০ অধিনায়ক লাগবে। সেখানে হার্দিক পান্ডিয়ার নামটা থাকলে অবাক হব না।”

প্রসঙ্গত নিউজিল্যান্ড সিরিজে রোহিত শর্মা বিশ্রামে ক্যাপ্টেন্সি পেয়েছেন হার্দিক পান্ডিয়া।