এনএফবি, শিলিগুড়িঃ
দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতি মন্ত্রী সুভাষ সরকার। শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সিবিআই সিবিআইয়ের মতো কাজ করে। সিবিআই একটা স্বাধীন প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গ দুর্নীতির আতুরঘর আর সেইটা এতদূর বিস্তৃত যে, যেকোন জায়গায় খোঁচা মারলেই দুর্নীতি বেরিয়ে যাবে। সিবিআই যেমন যেমন পাচ্ছে করছে। দেখা যাক, আমরা আশা করছি আরও দুর্নীতি বের হবে মূল কথা হচ্ছে আমরা এর শেষ পর্যন্ত দেখতে চাই।
পশ্চিমবঙ্গের মানুষ চাইছে দুর্নীতি সবার সামনে খোলসা হোক। দুর্নীতির কারণে আসল চাকরি প্রার্থীরা চাকরি পায়নি। তারা বঞ্চিত হয়েছে রাজ্য সরকারের সমস্ত নেতা মন্ত্রীদের কারণে। যাদের মধ্যে কেউ কেউ জেলে আছে।অপরদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা ও নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেই বিষয়ে তিনি বলেন, আরে এগুলো সমস্ত হচ্ছে নাটক। কেউ যদি নাটক করে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার কোন মূল্য নেই। নিজেদের দুর্নীতিতে মন্ত্রীরা জেলে আছে সেইটার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে একটা আইনগত প্রক্রিয়া চালু করেছে কিছু প্রমাণও হবে কোন কিছু হবেও না। এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে।