এনএফবি, কলকাতাঃ
আগমী ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামতে চলেছে বামফ্রন্ট। সেই কর্মসূচিতে যোগদান করবে সিপিআইএম। বুধবার সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একইসঙ্গে সেলিম জানান, ১৪ ফেব্রুয়ারি বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে মিছিল করা হবে। যেমনটা আগেই সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছিল এই আন্দোলনে তারা আইএসএফের সঙ্গে আছেন। ১৭ তারিখ কেরালার মুখ্যমন্ত্রী বাংলায় আসছেন। তাঁকে নিয়ে হাওড়ায় বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রতিবারের মত এবারও ভাষা দিবস পালন করা হবে।
রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ানোর ফলে দেশে আর্থিক সংকট দেখা দিয়েছে বলে জানালেন মহম্মদ সেলিম। তাতে দেশের শিল্পের ক্ষতি হচ্ছে।
ব্যারাকপুরে দিদির দূতকে চড় মারা হয়েছে। এই ঘটনায় সেলিমের কটাক্ষ, সাহস থাকলে অভিষেক বা মমতা মানুষের কাছে যান।
এ দিন বিধানসভায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস শাসকদলের পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ করেছে বিজেপি। আর তাতেই স্লোগান দিয়ে হইহট্টগোল তৈরি হয়। এই ঘটনাকে বিজেপি তৃণমূলের সংস্কৃতি বলে দাবি করেন সেলিম।