এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
কোলাঘাট ব্লকের বড়িশা গ্রামে গ্রামবাসীদের সহযোগিতায় ও সংস্কার কমিটির উদ্যোগে শ্রী শ্রী বানেশ্বর শিব মন্দিরের শুভ অভিষেক করা হলো নানান ধর্মীয় রীতির নীতি মেনে।
শনিবার বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে যার শুভ সূচনা হয়। জানা গেছে, এই মন্দির প্রায় ৫০০ বছরের পুরাতন, কথিত আছে সেই সময় এলাকায় প্রচুর অসুখ হতো সাধারণ মানুষের। এরপর মানুষের মঙ্গল কামনায় বর্ধমান জেলার রাজা এই মন্দির তৈরি করে। লোকমুখে প্রচারিত, সেই সময় ওই এলাকায় গাছপালায় ভরা ছিল। সেখানে নাকি রাখাল গরু চরাতে আসতো, গরু চরানোর সময় ওই জায়গায় গাই গরু এলেই গরুর দুধের বাট থেকে দুধ বেড়াতে শুরু করতো।
পুজো কমিটির সদস্য বিশ্বনাথ দাস জানান, বহু ইতিহাস রয়েছে এই পুজো নিয়ে। পাশাপাশি গ্রামের মানুষ যা কামনা করেন তাই তাদের পূর্ণ হয়। তাই প্রত্যেক বছর শিবরাত্রি এলেই দূর দূরান্ত থেকে আসা লক্ষাধিক ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু বহু প্রাচীন কালের মন্দির ভগ্নপ্রায় অবস্থায় রয়ে ছিল। সেই মন্দির পুননির্মাণের পর আজ অভিষেক করা হয়।
স্থানীয় বাসিন্দা কবিতা দত্ত জানান, বাপ ঠাকুরদার মুখে শুনেছি-এই মন্দিরের ইতিহাস, তবেই সেই ভগ্নপ্রায় মন্দির পূর্ণ নির্মাণে আমরা খুব খুশি।
মন্দিরের পুরোহিত নিত্য গোপাল চক্রবর্তী জানান, বহুকাল থেকে তাঁর পূর্ব পুরুষরা পুজো করে আসছেন। প্রত্যেক বছর ভক্তের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। কথিত আছে এই মন্দিরে যা মানত করা হয় তা সকলেরই পূর্ণ হয়েছে।