এনএফবি, কোচবিহারঃ
দীর্ঘ দিন ধরে কোচবিহার শহরের জেলাশাসকের দপ্তর, পুলিশ সুপারের দপ্তর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-সহ প্রায় সমস্ত সরকারি অফিসের কাছে প্রচুর টাকা বকেয়া পড়ে রয়েছে কোচবিহার পুরসভার। সবমিলিয়ে সেই টাকার পরিমাণ প্রায় চার কোটি টাকা। এত টাকা পড়ে থাকলেও পুরসভা কেন তুলতে পারছে না তা নিয়ে সম্প্রতি চেয়ারম্যানের কাছে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে নগর উন্নয় দপ্তর। পাশাপাশি বিষয়টি নিয়ে বিধানসভায় ও প্রশ্ন উঠেছে। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে বকেয়া আদায়ের সরকারি দপ্তরগুলিকে চিঠি ধরাচ্ছে পুরসভা।
সোমবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন তারা বাধ্য হয়ে যাদের বকেয়া রয়েছে সেই সমস্ত অফিসে নোটিশ পাঠাচ্ছে । দ্রুত যাতে পুরসভাকে এই টাকাগুলো মিটিয়ে দেওয়া হয় তার জন্য এই নোটিশ পাঠানো হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি এই বকেয়া টাকা উঠে গেলে, যারা সারা জীবন পুরসভায় পরিষেবা দিয়েছেন তাদের গ্র্যাচুইটির টাকা অনেকটাই শোধ করে দেওয়ার কথাও তিনি জানিয়েছেন।