এনএফবি, আলিপুরদুয়ারঃ
জটেশ্বর ফাঁড়ির পুলিশ অবৈধ ভাবে মজুত রাখা মদ এবং মদ বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে অবৈধ মদ-সহ একজনকে গ্রেপ্তার করলো জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ধুলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই অভিযান চালিয়ে ১৯ বোতল ভুটানি মদ, ৪৭ বোতল দেশি মদ সহ ধুলগাঁও এলাকার নামের এক জনকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু শনিবার আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়। এধরনের অভিযান লাগাতার চালানো হবে বলেও জটেশ্বর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা যায়।