বীরভূম থেকে আনা চিতল হরিণ ছাড়া হল বক্সাতে
এনএফবি, আলিপুরদুয়ারঃ
বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘেদের খাদ্য ভান্ডার সুনিশ্চিত করতে বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য থেকে ৮৬টি চিতল হরিণ নিয়ে এসে বক্সার জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয়।
বনদপ্তর জানিয়েছে যে, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঢকল কাটিয়ে হরিণ গুলিকে সুস্থ অবস্থাতেই প্রকৃতিতে উন্মুক্ত করা হয়েছে।তিনটি কন্টেনার লরিতে চাপিয়ে হরিণ গুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।