এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
দুরন্ত জেমাইমা রডরিগেজ! তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের (৭৮ বলে ৮৬ রান ও তিন রানে চার উইকেট) সুবাদে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে ১০৮ রানে হারাল হরমনপ্রীত কাউর অ্যান্ড কোং। প্রথমে ব্যাট করে আট উইকেটে ২২৮ রান তুলেছিল ভারত। জেমাইমা ছাড়া রান পেয়েছেন অধিনায়ক হরমনপ্রীত (৫২) ও স্মৃতি মান্ধানা (৩৬)। জবাবে ১২০ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান শর্মিন আখতারের। জেমাইমা ছাড়া বল হাতে সফল দেবিকা বৈদ্য (৩/৩০)।