এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
ভোট পরবর্তী হিংসা ঘিরে বিতর্কের মধ্যেই অভিনব বিজয় উৎসব উদযাপন তৃণমূলের। গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের ডুকিতে ২৩৩নং বুথের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি।
ডুকি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ দিনের রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করে।একইসঙ্গে এ দিন গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে মিষ্টি ও ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পশ্চিমবঙ্গ সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের পুরুষ রক্তদাতাদের হেলমেট এবং নারী রক্তদাত্রীদের শাড়ি উপহার হিসাবে দেওয়া হয়।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় সাহা, জয়ী জেলা পরিষদের প্রার্থী প্রতিভা মাইতি, দুই পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সহ দোলন হাজরা, রাজিব ঘোষ-সহ একাধিক ব্লক ও অঞ্চলের নেতাকর্মীরা।