এনএফবি, কলকাতাঃ
‘বিনায়ক অ্যাম্পিয়ার’ সংস্থার ষষ্ঠ বিপণন কেন্দ্র ‘বিনায়ক অটোমোবাইল’-এর সূচনা হল। বৃহস্পতিবার তারাতলায় এই বিপণন কেন্দ্রের উদ্বোধন হয়। এ দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
‘গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি প্রাইভেট লিমিটেড’-এর ন্যাশনাল সেলস হেড সব্যসাচী চক্রবর্তী, রিজিওনাল সেলস এক্সিকিউটিভ শঙ্কর রায়, ‘বিনায়ক অটোমোবাইল’-এর ম্যানেজিং ডিরেক্টর সমীরণ গোড়িয়া ও চুমকি গোড়িয়া উপস্থিত ছিলেন।