বহরমপুর গার্লস কলেজে সম্প্রীতির বার্তা: রাখি বন্ধন উৎসবে সামিল ছাত্রী ও পৌরসভার প্রতিনিধিরা

এনএফবি, বহরমপুরঃ

বহরমপুর গার্লস কলেজে মঙ্গলবার আয়োজন করা হয়েছিল রাখি বন্ধন উৎসব, যার মূল লক্ষ্য ছিল সামাজিক বিচ্ছিন্নতা এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। বহরমপুর পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা সুরে সুরে রাখি বেঁধে পথচারীদের মধ্যে সম্প্রীতির স্মারক বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন কলেজের ছাত্রীদের এই উদ্যোগ দেখে আপ্লুত হয়ে পড়েন। ছাত্রীরা মানুষে মানুষে বন্ধনের বার্তা নিয়ে বহরমপুর শহরের পথে হাঁটেন এবং পথচারীদের হাতে রাখি পরিয়ে দেন। ছাত্রীদের এই উদ্যোগে শহরের নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

বহরমপুর পৌরসভার কাউন্সিলর সুবল রায় এবং রিতা চ্যাটার্জি ছাত্রীদের সঙ্গে মিছিলে যোগ দেন এবং তাদের সঙ্গে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। অনুষ্ঠানে বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ড. হেনা সিনহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং বিপুল সংখ্যক ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই রাখি বন্ধন উৎসবে ছাত্রীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এই উদ্যোগের মাধ্যমে বহরমপুর গার্লস কলেজ সমাজের মধ্যে সম্প্রীতি ও সমন্বয়ের গুরুত্ব পুনরায় তুলে ধরেছে।

আরও পড়ুনঃ উন্নত ভারত: সমাজের প্রতি বহরমপুর গার্লস’ কলেজের প্রতিশ্রুতি