অধীর যুগের অবসান, বাংলায় প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার

এনএফবি নিউজডেস্ক

প্রদেশ কংগ্রেসে বড় পরিবর্তন। দিল্লির কংগ্রেস হাইকমান্ড প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে শনিবার রাতে ঘোষণা করেছে বাংলায় নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম। মল্লিকার্জুন খাড়গের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শুভঙ্কর সরকারের নাম ঘোষণা করা হয়। প্রদেশ কংগ্রেসে এই বড় রদবদলের ফলে দীর্ঘদিন ধরে সভাপতির আসনে থাকা অধীরের ভূমিকার অবসান ঘটল। তবে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীর কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানান।

কংগ্রেসের দলীয় সংবিধান অনুযায়ী, নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরই প্রদেশ কংগ্রেসে রদবদল আসার সম্ভাবনা থাকে। মল্লিকার্জুন খড়্গে সভাপতি হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে বাংলার প্রদেশ কংগ্রেসে নতুন নেতৃত্ব আসতে পারে। অবশেষে, অধীর চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন শুভঙ্কর সরকার। অধীর চৌধুরী বহরমপুর লোকসভা আসনে পরাজিত হওয়ার পর থেকেই তাঁর পদ নিয়ে অনিশ্চয়তা ছিল। তাঁর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কের টানাপোড়েন থাকলেও নতুন নেতৃত্বে সেই সম্পর্ক বদলে যেতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

শুভঙ্কর সরকার, যিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির পদে আসীন হওয়ার পর অনেকেই মনে করছেন, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। অধীর চৌধুরীর তৃণমূল-বিরোধী অবস্থানের বদলে শুভঙ্করের অপেক্ষাকৃত নরম অবস্থান, ভবিষ্যতে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বিজেপি-বিরোধী একটি নতুন সমীকরণের দিকে ইঙ্গিত করছে।

অধীর চৌধুরী নিজেই এই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন বলে জানা যায়। লোকসভা নির্বাচনের পর থেকেই তিনি ‘অস্থায়ী সভাপতি’র দায়িত্ব পালন করছিলেন এবং কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভঙ্করের এই নিয়োগের ফলে প্রদেশ কংগ্রেসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এবং এর ফলে রাজ্য রাজনীতিতে কংগ্রেস-তৃণমূলের সমীকরণে বড় পরিবর্তন দেখা যেতে পারে।