এনএফবি কলকাতাঃ
প্রতিবারের মতোই পুজোর গানের ক্ষেত্রে নতুন চমক নিয়ে হাজির হয়েছে আশা অডিও, এবং এবছরও তার ব্যতিক্রম নয়। দুর্গাপূজার শুভক্ষণে ‘উমা এল বাপের বাড়িতে’ শিরোনামের এই নতুন গানটি আশা অডিওর পুজোর বিশেষ উপহার। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথমবার বহু কণ্ঠশিল্পী একসঙ্গে এই গানে পরিবেশন করেছেন।
গানটি গেয়েছেন মনোময় ভট্টাচার্য, প্রশ্মিতা পল, উজ্জয়িনী মুখার্জি, স্নিগ্ধজিৎ ভৌমিক, মেখলা দাশগুপ্ত এবং শোভন গাঙ্গুলি। সঙ্গীতের আয়োজন ও সুরারোপ করেছেন শোভন গাঙ্গুলি, এবং এর কথাগুলি লিখেছেন সৈকত চট্টোপাধ্যায়। গানটির ভিডিও পরিচালনা করেছেন জয়দীপ দে, কোরিওগ্রাফি করেছেন আদি এবং শর্মিষ্ঠা, এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন গৌরব দত্ত। গানটি আশা অডিওর ইউটিউব চ্যানেল ও সকল মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আশা অডিওর এই বড় মাপের পুজোর গানের প্রযোজনাটি চার বছর পর আবার ফিরে এসেছে, যেখানে একসঙ্গে এত কণ্ঠশিল্পী প্রথমবার পর্দায় আসছেন। “এই প্রযোজনাটি উপস্থাপন করতে পেরে আমরা খুবই উত্তেজিত এবং আত্মবিশ্বাসী যে দর্শকরা গানটির পরিবেশনা ভালোবাসবে,” বলে জানান আশা অডিও কোম্পানির অপেক্ষা লাহিড়ী।