এসপি ও ডিএম কেন্দ্রের ক‍্যাডার, কিন্তু দিদিমণি তাদের ওপর জমিদারী চালাচ্ছেন বাগডোগরায় বললেন দিলীপ

এনএফবি, দার্জিলিংঃ

শুক্রবার দুপুর ১২টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, কেন্দ্রীয় বাহিনী ছাড়াই এখানে ভোট হয় তাই হবে। তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সাধারণ মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার দেখার দায়িত্ব স‍রকারের ও নির্বাচন কমিশনের। তবে মানুষদের ভোটাধিকার প্রয়োগ করতে আমরা উৎসাহিত ক‍রছি। ভোটপরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের খুনের ঘটনায় পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি, পরে কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করেছে আর তাতেই দোষীরা গ্রেফতার হচ্ছেন। প্রকাশ‍্যে সভায় এসপিকে ভর্ৎসনার ঘটনায় তিনি বলেন, এসপি ও ডিএম কেন্দ্রের ক‍্যাডার, কিন্তু দিদিমণি তাদের ওপর জমিদারী চালাচ্ছেন। পার্টির এজেন্ডা না মানলে তাদের ধমকানো হয়, সাসপেন্ড করা হয় আর প্রকাশ‍্যে হুমকি দেওয়া এটা কোনো যোগ্য শাসকের সমুচিত ব‍্যবহার নয়। পার্টির হয়ে কাজ করানো হয় এদের তাই এটা নিয়ে সমস্যা।

এরপর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা, আহত ৫