গোয়া ম্যাচে গোল মিস করে বাবার বকুনি খান মনবীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

তাঁর জোড়া গোলে এটিকে মোহনবাগান ২-০-য় জিতলেও এফসি গোয়ার বিরুদ্ধে আরও বেশি গোলে জিততে পারত সবুজ মেরুন বাহিনী। কিন্তু মনবীর সিং একাধিক সুযোগ হাতছাড়া করে যেমন নিজেকে হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেন, তেমনই দলকে আরও বেশি গোলের ব্যবধানে জয় পেতে দেননি। তবে এদিন হ্যাটট্রিক না পাওয়ায় আফসোস নেই পাঞ্জাবি ফরোয়ার্ডের। তাঁর কাছে দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।মনবীরের কথায়,“হ্যাটট্রিক করতে পারিনি বলে আমার কোনও আফসোস নেই। দল জিতেছে, এটাই সবচেয়ে বড় কথা। দুটো গোল করেছি, হয়তো আরও দুটো করা উচিত ছিল। সহজ সুযোগ পেয়েও গোল করতে না পারলে সমর্থকদের মতো আমারও খারাপ লাগে। আমার বাবা বড় ফুটবলার ছিলেন। ম্যাচের পরে যখন বাড়িতে ফোন করি, তখন বাবা রীতিমতো বকাবকি করেন আমাকে। বলেন, ‘এত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছ না! সুযোগ লোকে কমই পায়। সুযোগ পেলেই তা কাজে লাগাতে হবে।’ এ কথা অবশ্য উনি আমাকে সব সময়ই বলে থাকেন।” তিনি এবং লিস্টন কোলাসো, দু’জনে মিলে এটিকে মোহনবাগানের গোলের মিটার সচল রেখেছেন রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস, হুগো বুমৌসদের অনুপস্থিতিতে। সতীর্থ লিস্টন ইতিমধ্যেই সাত-সাতটি গোল করে ফেলেছেন এই মরশুমে। সতীর্থ লিস্টনকে নিয়ে উচ্ছ্বসিত মনবীর বলেন, “লিস্টন দারুণ খেলছে। দুর্দান্ত ফর্মে আছে ও। কোথায় ও বল রাখতে পারে, সেটা এখন আমি আগে থেকে বুঝতে পারি। ফলে ওর পাস থেকে আমি একাধিক গোল করেছি। আমার পাস থেকেও ও গোল করছে। এ দেখে সমর্থকেরা অনেকে বলছে, আমাদের জুটি খুবই কার্যকরী হচ্ছে। তবে আসল ব্যাপারটা ঠিক তা নয়। আমাদের দলে সবাই একাত্ম। যে যখন ভাল খেলে, আপনা আপনিই জুটি তৈরি হয়ে যায়।” এফসি গোয়ার বিরুদ্ধে করা প্রথম গোলটাই সবচেয়ে ভাল বলে মনে করেন মনবীর। এই ব্যাপারে তাঁর বক্তব্য, “গোয়ার বিরুদ্ধে আমার প্রথম গোলটাই সেরা। লিস্টন এত ভাল বলটা রেখেছিল যে ফ্লিক করতে কোনও অসুবিধাই হয়নি। অনেকদিন পর হেডে গোল করলাম। ম্যাচের সেরার পুরস্কারটা আমি সমর্থকদের উৎসর্গ করলাম। পরের ম্যাচেও গোল করতে চাই, জিততে চাই। আমাদের লক্ষ্য লিগ শীর্ষে থেকে শেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা।”গত ম্যাচ ভুলে এবার আগামী ম্যাচে মনোনিবেশ করতে চান মনবীর। তিনি বলেন, “গোয়ার বিরুদ্ধে ম্যাচটা এখন অতীত। ওই ম্যাচ নিয়ে আর না ভেবে এ বার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটা নিয়ে বেশি ভাবতে চাই। আমাদের দলের যে মানসিকতা তৈরি হয়েছে, আমাদের যা টিম স্পিরিট, তাতে কে খেলল বা খেলল না, সেটা বড় কথা নয়। যে বা যারা মাঠে নামবে, সে বা তারাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। চোট-আঘাত খেলারই অঙ্গ। এ সব নিয়েই চলতে হবে। আমাদের লক্ষ্য এখন কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে লিগ শীর্ষে পৌঁছানো।”

আরও পড়ুনঃ মনবীর ম্যাজিকে এএফসি গোয়া বধ বাগানের