এনএফবি,ঝাড়গ্রামঃ
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হল মহালয়ায় পুণ্য লগ্নে ৷ মহালয়ায় তর্পণ উপলক্ষে রবিবার ভোর থেকে গোপীবল্লভপুরের সুর্বণরেখা নদীতে ভিড় জমান এলাকার মানুষজন। ভোর থেকে চলছে সুর্বণরেখা নদীতে তর্পণ।কার্যত মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজোর রেশ।
এদিন, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে রবিবার সকাল থেকে সুবর্ণরেখা নদীর তীরে চলছে তর্পণ । মূলত পিতৃপুরুষের শান্তি কামনায় হিন্দুশাস্ত্রে এই তর্পণের রীতি রয়েছে । গোপীবল্লভপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন পিতৃপুরুষের শান্তি কামনায়, আশীর্বাদ কামনায় সুবর্ণরেখা নদীর তীরে নদীতে স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন ।