শিশুদের জন্য খোলা হচ্ছে আলাদা বহির্বিভাগ

এনএফবি, কোচবিহারঃ

অ্যাডিনো ভাইরাস ক্রমশই রাজ্যে নিজের শাখা বিস্তার করে চলেছে। প্রায় প্রতিদিনই এই ভাইরাসের সংক্রমণে প্রাণ হারাচ্ছে একরত্তি শিশুরা। আক্রান্ত শিশুদের ভিড় বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে। চিকিৎসক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এই নিয়ে।

এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বুধবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কোচবিহার মেডিক্যাল কলেজের চিকিৎসক কমিটির সদস্যরা। যেখানে বলা হয়েছে, উপসর্গ নিয়ে যেসব শিশুরা হাসপাতালে আসছে তাদের জন্য সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়াও এমারজেন্সি বিভাগে ২৪ ঘন্টা একজন শিশুরোগ বিশেষজ্ঞ থাকবেন এবং শিশুদের জন্য আলাদাভাবে একটি বহির্বিভাগ খোলা হচ্ছে বলে জানিয়েছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান ডাক্তার কল্যাণব্রত মন্ডল এবং অন্যান্য স্বনামধন্য চিকিৎসক।