এনএফবি,মুর্শিদাবাদঃ
মুখ্যমন্ত্রীর জেলাভাগের ঘোষণার পরেই শুরু হয়েছে নাম নিয়ে চর্চা। মুর্শিদাবাদ’এর নাম বাদ দিয়ে নতুন জেলার নামকরণ হলে আন্দোলনের হুমকিও দিচ্ছেন অনেকে।
রাজ্যের থেকে এগিয়ে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন বিজেপি’র বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ । নিজের সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে গৌরী লেখেন, “মাননীয়া যদি মুর্শিদাবাদ জেলা ভেঙে মুর্শিদাবাদের ইতিহাস ভুলিয়ে দিতে চান,তবে আমি ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিভক্ত মু্র্শিদাবাদ জেলাকে তারা যেন তাদের অধীনে নিয়ে ‘মুর্শিদাবাদ’ নামে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে আমাদের অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের হৃত গৌরব আমাদের ফিরিয়ে দেন” ।
মুর্শিদাবাদের নাম মুছলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বলেন, “মুর্শিদাবাদ জেলাকে বাংলার মুখ্যমন্ত্রী তিন টুকরো করে দিতে চাইছেন। যেখানে মুর্শিদাবাদ নামটা থাকবে কিনা আমরা জানি না” । অধীর বলেন , “মুর্শিদাবাদ নামটা মুছে দিলে আমরা আমাদের অতীতকে ভুলে যাবো। অস্তিত্বকে ভুলে যাবো”।
অধীরের প্রশ্ন, “প্রশাসনের জন্য জেলা ভাগে আপত্তি নেই। জেলার নাম পরিবর্তন হবে কেন ? ” সাংসদের দাবি নতুন জেলায় ‘মুর্শিদাবাদ’ নাম থাকুক। তার সাথে উত্তর-দক্ষিণ যোগ হোক। অধীর বলেন, “মুর্শিদাবাদ জেলা ভাঙতে পারেন। কিন্তু মুর্শিদাবাদ জেলার নামটা, মুর্শিদাবাদ জেলার অস্তিত্বকে মুখ্যমন্ত্রী মুছে দিতে পারেন না। যতদূর যেতে হয় ততদূর যাবো। আপনার (মুখ্যমন্ত্রীর) খামখেয়ালিপনার কাছে মুর্শিদাবাদের মানুষ মাথা নীচু করবে না”।