স্থানীয়

তীব্র দাবদাহে ভবঘুরে অসুস্থ মহিলার চিকিৎসায় প্রশাসনের সাহায্য

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

তীব্র দাবদাহে রাজ্য সড়কের উপর খোলা আকাশের নিচে বসবাসকারী,ভবঘুরে অজ্ঞাত পরিচয় এক অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করল প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই হালদার দিঘী এলাকায় প্রখর রৌদ্রে রাজ্য সড়কের খোলা আকাশের নীচে মানসিক ভারসাম্যহীন এক মহিলা বসবাস করেন । কয়েক দিন থেকে প্রখর রৌদ্রে অসুস্থ হয়ে পড়েন তিনি, যদিও এলাকার সমস্ত মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে বিষয়টি পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের চোখ এড়ায়নি ।

আজ দুপুর নাগাদ ওই মহিলাকে এলাকার মানুষদের সহযোগিতায় ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ ও চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের যুগ্ম বিডিওর তত্ত্বাবধানে প্রথমে দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যায় ক্ষীরপাই হাসপাতালে। যদিও ওই মহিলার শারীরিক অসুস্থতা কারণে তাকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতলে। জানাযায় ওই মহিলার সমস্ত চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পুলিশের এহেন ভূমিকায় খুশি এলাকার মানুষজন।