অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
অপ্রতিরোধ্য আফগানিস্তান! চলতি এশিয়া কাপের প্রথম দল হিসাবে সুপার ফোরে জায়গা করে নিলেন মহম্মদ নবিরা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ন’উইকেটে পর্যুদস্ত করার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারাল আফগানরা। নেপথ্যে মুজিবুর রহমান ও রশিদ খানের স্পিন জুটি।
মুজিবের (৩/১৬) দুরন্ত স্পেল শুরু থেকেই বেকায়দায় ফেলে দিয়েছিল শাকিব আল হাসানদের। মিডল অর্ডারকে ভাঙেন রশিদ (৩/২২)। মোসাদ্দেক হোসেনের (৩১ বলে ৪৮ অপরাজিত) চেষ্টা সত্বেও সাত উইকেটে ১২৭ রানের বেশি তুলতে পারেনি পদ্মাপাড়ের বাঙালিরা।
জবাবে ১৩ ওভারের মধ্যে ৬২/৩ হয়ে গিয়েছিল আফগানিস্তানের স্কোর। কিন্তু আধডজন ছক্কায় ম্যাচ নিয়ে যান নাজিবুল্লা জাদরান (১৭ বলে ৪৩ অপরাজিত)। ৪১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান।