এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার সকাল থেকেই স্বাভাবিক পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর রেল স্টেশন । দু-একটি এক্সপ্রেস ট্রেন বাতিল ও কিছু লোকাল ট্রেন অনিয়মিত চলার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷ তবে এর বাইরে গতকালের থেকে পুরোপুরি স্বাভাবিক খড়্গপুর রেল স্টেশন।
উল্লেখ্য, গতকাল দুপুরের পর থেকেই হাওড়ায় রেল অবরোধের জেরে খড়্গপুর স্টেশনে সমস্যায় পড়তে হয়েছিল রেল যাত্রীদের । শুক্রবার গভীর রাত পর্যন্ত প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন খড়্গপুর রেল স্টেশনে । কিন্তু আজ সকাল থেকেই চিত্র সম্পূর্ণ আলাদা । কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে খড়্গপুর রেল স্টেশন । দুই ,একটি ট্রেন বাতিল করা হয়েছে এর বাইরে স্বাভাবিক ট্রেন চলাচল । তবে ট্রেন যাত্রীদের মধ্যে একট অজানা ভয় কাজ করছে। কখন কি হয় এই আতঙ্কে রয়েছে ট্রেন যাত্রীরা ৷