এনএফবি, কলকাতাঃ
সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় বারের জন্য করোনা আক্রান্ত হলেন কবি সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীজাত তাঁর ফেসবুকে পেজেই নিজেই তাঁর আক্রান্ত হওয়ার কথা জানান। আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন কবি।
তবে শ্রীজাত একা নন। সম্পূর্ণ টিকা নেওয়ার পরেও বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। কেউ কেউ দ্বিতীয় এমনকি তৃতীয়বারের জন্যও সংক্রমিত হচ্ছেন। প্রক্তন কেন্দ্রীয় মন্ত্রী , বর্তমান তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় তৃতীয় বারের জন্য কোভিড পজিটিভ হয়েছেন। সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রী এবং বাবাও। সম্পূর্ণ টিকাকরণে ভাইরাস রোখা যাবে তার কোনও গ্যারান্টি নেই বলে বারবার সর্তক করছেন চিকিৎসকরা।