এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
২৮ শে জানুয়ারি ছাত্র সংগঠন এআইডিএসও’র পশ্চিম মেদিনীপুর (উত্তর) সাংগঠনিক জেলার দশম ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর বিদ্যাসাগর হলে। শুক্রবার সকাল দশটায় মেদিনীপুর স্টেশন থেকে ছাত্র-ছাত্রীদের একটি সুসজ্জিত মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে মেদিনীপুর বিদ্যাসাগর হলে উপস্থিত হয়। বিদ্যাসাগর হলে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়।
মূল খসড়ায় কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল এবং রাজ্যের স্কুল কলেজ খোলা সহ বাসে ছাত্র-ছাত্রীদের এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াত, মোবাইল ডাটা প্যাকেজ রিচার্জের দাম কমানোর দাবিতে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়। সম্মেলন থেকে সিদ্ধার্থ শংকর ঘাঁটাকে সভাপতি এবং তনুশ্রী বেজকে সম্পাদিকা ঘোষণা করে বারো জনের সম্পাদকমন্ডলী, ২২ জনের জেলা কমিটির সদস্য এবং ৪৭ জনের জেলা কাউন্সিল ঘোষণা করে মোট ৮১ জনের পশ্চিম মেদিনীপুর (উত্তর) সাংগঠনিক জেলা কমিটি গঠিত হয়।