স্থানীয়

‘দুয়ারে মদ’ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ এআইডিওয়াইও’র

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

মদ, মাদক দ্রব্যের প্রসারের ফলে ঘরে ঘরে অশান্তি, নারী নির্যাতন বেড়েই চলছে। করোনা অতিমারির মধ্যে মানুষের যখন অভাব অনটন, অশান্তি বেড়ে চলেছে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন রাজ্য সরকারের ই রিটেইলের নামে কার্যত দুয়ারে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার এই পরিকল্পনা অত্যন্ত নিন্দনীয়। এরই প্রতিবাদে, অবিলম্বে সরকারের ই রিটেইল প্রকল্প বাতিলের দাবিতে যুব সংগঠন এআইডিওয়াইও’র পক্ষ থেকে সোমবার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়। জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভায় শামিল হয় সংগঠনের কর্মী সমর্থকরা। এইদিন বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভানেত্রী অনিন্দিতা জানা, টুম্পা গোস্বামী, শীর্ষেন্দু শাসমল প্রমুখ নেতৃবৃন্দ।