১৩ দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ সারা বাংলা মিডডে মিল কর্মী ইউনিয়নের

এনএফবি,কোচবিহারঃ

মাসিক বেতন ন্যূনতম ৭ হাজার থেকে ২১ হাজার করা সহ ১৩ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ করল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। বুধবার কোচবিহার শহরের ঘাসবাজার মাঠে এই অবস্থান বিক্ষোভ করেন তারা। এদিন সেখানে ওই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন মঞ্জু সাহা ৷ এছাড়াও উপস্থিত ছিলেন শম্পা পাল মন্ডল সঞ্চিতা সাউ সহ আরও অনেকে।

নিজস্ব চিত্র

মিডডে মিল কর্মী ইউনিয়নের সদস্যদের দাবি ছিল মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, মাসিক বেতন বাবদ টাকা কর্মীদের ব্যাংক একাউন্টে দিতে হবে, মাসিক বেতন নূন্যতম ৭ থেকে ২১ হাজার দিতে হবে, বছরে দশ মাস নয় ১২ মাসের মাসিক বেতন প্রদান করতে হবে ৷ ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্যের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে, বকেয়া বেতন প্রদান সহ ১৩ দফা দাবির ভিত্তিতে ওই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি আগামী দিনে মানে না হলে বৃহত্তর আন্দোলনের নামবে বলে জানিয়েছেন সারা বাংলা মিড ডে কর্মী ইউনিয়নের নেতৃত্ববৃন্দ।