বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আগুনে ভস্মীভূত একটি গাড়ি সহ একটি বাইক ৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় ৷

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই বাড়ির ভেতরে কিছু আওয়াজ শুনতে পায় পরিবারের সদস্যরা, এরপর বাড়ির জানালা খুলে দেখে গাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন, গোটা ঘরময় ধোঁয়া হয়ে যায় ৷ প্রতিবেশীদের ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে দরজা খুললে কোনমতে ৩ বছরের শিশুকে নিয়ে প্রাণে রক্ষা পায় ওই পরিবার ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার ৷ পাশাপাশি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷

ইতিমধ্যেই ওই পরিবারের পক্ষ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ৷ শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ ৷ পুরো ঘটনা পরিদর্শন করার পর তদন্ত প্রক্রিয়া শুরু করে খড়্গপুর টাউন থানার পুলিশ ৷ অন্যদিকে খবর পেয়ে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পূজা নাইডু ঘটনাস্থলে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রার্থী।

এরপরেই শুক্রবার বেলা নাগাদ রেলের আইও ডব্লিউ অফিসের সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা ৷ তাদের অভিযোগ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রেল পুলিশ ও ইলেক্ট্রিক দপ্তরের কর্মী ও আধিকারিকরা তাণ্ডব চালায়, পাশাপাশি আঙুল তুলছে বিজেপির উপর, তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে এই ঘটনা ৷ পাশাপাশি তাদের অভিযোগ বারংবার ভোট এলেই এই রকম তাণ্ডবের অভিযোগ ওঠে রেল পুলিশ এবং আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরে।