দাবি আদায়ে বিডিও অফিস ঘেরাও ভারত জাকাত মাঝি পরগনা মহলের
এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
দাবি পূরণ না হওয়ায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ।
জানা গেছে, গড়বেতা ৩নং ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কদমডিহা রেললাইন সংলগ্ন আদিবাসী জাহের স্থানে পানীয় জল ও বৈদ্যুতিক বাতির দাবি জানিয়ে বিডিও অফিসে লিখিত আকারে জানানো হয়েছিল বহুদিন আগে। এরপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই স্থান চিহ্নিতকরণ করা হলেও সেই দাবি পূরণ হয়নি। তাই সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হলো।
ভারত জাকাত মাঝি পরগনা মহলের এক কর্মকর্তা শিবুলাল মুরমু সংবাদমাধ্যমকে বলেন, এই নিয়ে বিডিও অফিসে লিখিত আকারে জানানো হয়েছে কিন্তু কোন ফল হয়নি তবে আগামী দিনে এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে আমার হুঁশিয়ারি দিলেন ওই কর্মকর্তা।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।