জেলা

বালুরঘাটে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ চলকদের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

১২ দফা দাবির পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতাল ও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ১০২ ও ১০৮ নম্বর অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখল। চালাতে গিয়ে এই চালকদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু বারবার সমস্যার কথা উচ্চতর কর্তৃপক্ষকে জানানোর পরেও সমস্যার সমাধান করেনি। পাশাপাশি চালকদের বিভিন্ন অন্যায়ের শিকার হতে হচ্ছে বলে ওই অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ। আর তারই প্রতিবাদে আজ তারা অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে নামেন।

এই বন্ধের কথা জানা মাত্রই আজ বালুরঘাট টাউন আইএনটিটিইউসি সভাপতি ছোটন রজক এই অ্যাম্বুলেন্স চালকদের ক্ষোভ প্রশমনের জন্য বালুরঘাট হাসপাতালে ছুটে যান। এবং এই অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলেন। অ্যাম্বুলেন্স পরিষেবার মত জরুরী পরিষেবারকে সচল রাখার আবেদন জানান ছোটন বাবু। পাশাপাশি এই চালকদের দাবিকে ন্যায্য বলেও তিনি মেনে নেন। উচ্চতর নেতৃত্বের সাথে কথা বলবেন বলে সংবাদমাধ্যমকে জানান।