অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চোট। খেলার দুনিয়ার ছোট্ট শব্দটা অনেক সময়ে জীবন বদলে দেয় ক্রীড়াবিদদের। সেই ক্রীড়াবিদ যদি দুঃস্থ হন, সমস্যা বেড়ে যায় শতগুণ। চোট পাওয়া বা অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ‘ইন্ডিয়া-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম’-এর। দুই বাংলার পাশাপাশি গোটা ভারতের ক্রীড়াবিদদের চিকিৎসাজনিত সাহায্যের উদ্যোগ নিয়েছে এই সংস্থা। আশ্বাস দেওয়া হয়েছে, ক্রীড়া সাংবাদিকদের পাশে থাকারও। এই মহৎ উদ্যোগে সঙ্গে রয়েছে অ্যাপেলো এবং আইএলএস হাসপাতাল। এই উদ্যোগে সামিল রাজ্য অলিম্পিক্স সংস্থা এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। সোমবার (৬ জুন, ২০২২) ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে হয়ে গেল এই বিষয়ে এক ঘরোয়া বৈঠক।