এনএফবি, কলকাতাঃ
রাজ্যপালকে টুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই সে কথা জানালেন। এ দিনের সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, “ আমি বাধ্য হয়েছি ওঁকে ব্লক করতে। বারবার বিরক্ত করছিলেন। উনি এখনও সবার মাথার উপরে বসে থাকবেন। সব বিষয় ওঁর কথামতো হবে! আমরা তো চাকরবাকর। রাজ্যের নির্বাচিত সরকারকে ওঁর কথা মেনে চলবে হবে! আমি বাধ্য হয়েই ওঁকে ব্লক করেছি। এমন এমন কথা বলতেন যেন উনি এ রাজ্যের সুপার পাহারাদার।“
রাজ্যের সরকার রাজ্যপাল সম্পর্কের তিক্ততা রাজ্যের গন্ডি পেরিয়ে আজকে সংসদেও পৌঁছায়। সোমবার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শেষে সৌজন্য বিনিময়ের সময় রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণের আবেদন জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ দিন সুদীপ রাষ্ট্রপতিকে আবেদন করে বলেন, “ সংসদীয় গণতন্ত্রের সবার্থে বাংলার রাজ্যপালকে অপসারণ করা জরুরি।“ যদিও প্রতিউত্তরে রাষ্ট্রপতি কিছু বলেছেন কিনা তা জানা যায়নি।