স্মরণসভায় সর্বধর্ম পাঠের আয়োজন

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরের হিলিতে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নজির চোখে পড়লো। যাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে । হিলি বরাবরই শান্তিপ্রিয় শহর। তা আবারও প্রমাণ হল। মূলত দীর্ঘদিনের পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীর অকাল প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা আয়োজিত হয় হিলি ব্লকে। গত ৭ জুন তৃণমূল কর্মী হরিদাস ওরফে খোকনের আকস্মিক মৃত্যু ঘটে। পোস্টার লাগানো থেকে শুরু করে ফ্ল্যাগ বাঁধা , মঞ্চ সাজানো, মিটিং মিছিলের আয়োজন করা এইসব ছিল তার কাজ। কোনো পদাধিকারী না হলেও এই রকম একজন সাধারণ কর্মীর স্মরণ সভায় সর্ব স্তরের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিনের অনুষ্ঠানে খোকন শীলের স্মৃতিচারনা ছাড়াও সমস্ত ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ পাঠ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন দলের সমস্ত স্তরের কর্মীরা।