এনএফবি, নিউজ ডেস্কঃ
কয়লা কাণ্ডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। আজ বৃহস্পতিবার বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত হাসপাতাল থেকে ছুটি না দেওয়া পর্যন্ত সেখানেই থাকবে বিকাশ। সেখান থেকে ছাড়ার পর তাকে আদালতে তোলা হবে। কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজির টাকা যিনি প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন বলে অভিযোগ সেই বিনয় মিশ্রের ভাই বিকাশ।
বিকাশ মিশ্রকে এর আগে ইডি গোয়েন্দারা গ্রেফতার করেছিলেন দিল্লিতে, একমাস তিনি জেলেও ছিলেন। পরে সে সেখান থেকে জামিন পান। এদিকে এই জামিনের পর সিবিআই তাকে গ্রেফতার করতে গেলে আগাম জামিনের আবেদন করে সে। আসানসোল সিবিআই আদালতে গতকাল বুধবার সেই জামিন আবেদনের শুনানি ছিল। আদালতের নির্দেশ তার বিপক্ষে যায়। তদন্তে সহযোগিতা করছে না বিকাশ তাই তাকে গ্রেফতার করা যেতে পারে বলেই জানানো হয়। আদালতের সেই নির্দেশের কপি হাতে পেতেই বিকাশকে গ্রেফতারির আয়োজন শুরু করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইকে না জানিয়ে বিকাশকে ছুটি দিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সূত্রে জানা গেছে, আপাতত সিবিআই তত্ত্বাবধানেই থাকবে কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই। বিকাশের বিরুদ্ধে অভিযোগ, কয়লার দু’নম্বরি টাকা লেনদেনের বেশিরভাগটাই দেখাশুনা করত বিকাশ। ভাইকে সব রকম সহযোগিতা করত দাদা বিনয়।