অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চিনে বাড়ছে করোনা । এই পরিস্থিতিতে এশিয়ান গেমস পিছিয়ে দিল কর্তৃপক্ষ। এশিয়ার অলিম্পিক্স কাউন্সিলের পক্ষ থেকে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে কী কারণে পিছিয়ে দেওয়া হল তা এখনও সরাসরি জানানো হয়নি। ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চিনের হাংঝু প্রদেশে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের। সম্প্রতি কয়েক মাসে করোনার প্রকোপ নতুন করে বাড়তে থাকে চিনে। বেশি আক্রান্ত হয়েছে সাংহাই প্রদেশ। সাংহাইয়ের পাশেই হাংঝু। পরিস্থিতি এমন জায়গায় যায় যে একাধিক জায়গায় লকডাউন ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস আয়োজন করা চ্যালেঞ্জের ছিল। তাই অবশেষে পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয় চিনের পক্ষ থেকে। তবে কতদিনের জন্য পিছিয়ে দেওয়া হল তা জানানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। যদিও এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল চিনের। ভেন্যু তৈরি করা থেকে হোটেল সবকিছুই প্রস্তুত ছিল। কিন্তু সে দেশের সরকারের করোনার প্রতি জিরো টলারেন্স নীতির জন্য পিছিয়ে গেল।