জেলা

জাকিরের সিকিউরিটি গার্ডের উপর হামলা

এনএফবি, মুর্শিদাবাদঃ

রাতের অন্ধকারে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের জনতার দরবারের সিকিউরিটি গার্ডের উপর হামলা চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার মধ্যরাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জঙ্গিপুরে। ইতিমধ্যেই জখম অবস্থায় ওই সিকিউরিটি গার্ডকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সিকিউরিটি গার্ডের কথা অনুযায়ী, রাতে ডিউটি চলাকালীন অবস্থায় তিনজন লোক এসে তৃণমূলের ঊর্ধ্বতন লোক বলে দাবি করে দরজা খুলতে বলেন তাকে। অভিযোগ, দরজা খুলতেই অতর্কিত হামলা চালায় সিকিউরিটি গার্ডের উপর। লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ও বন্দুকের নল দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টারও অভিযোগ করেছেন ওই সিকিউরিটি গার্ড। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এদিকে পুরসভা নির্বাচনে প্রার্থী বিক্ষোভের মাঝেই জাকির হোসেনের জনতার দরবারে সিকিউরিটি গার্ডের উপর হামলা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।যদিও জনতার দরবারের বাড়িতে বিধায়ক জাকির হোসেন ছিলেন না বলেই সূত্রের খবর। পুরো বিষয়টি খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: ফের অল্পের জন্য রক্ষা পেল জাকির