ইভিএম চুরির চেষ্টা, শুরু হয়েছে রাজনৈতিক তরজা

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

পুর নির্বাচনের একেবারে শেষ বেলায় মেদিনীপুর শহরের মেদিনীপুর পুরসভার ১৪ নং ওয়ার্ডের ২২৫ নং বুথে (মাদ্রাসা) ইভিএম চুরির চেষ্টা করা হলো, অভিযোগ উঠল ছাপ্পা দেওয়ারও। অভিযোগের তীর শাসকদল তৃণমূলের দিকে। যদিও,পাল্টা বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। জানা গেছে, বিকেলে অর্থাৎ ভোট শেষ হতে যখন মাত্র আধ ঘন্টা বাকি, সেই সময়ই ইভিএম চুরির চেষ্টা করে শাসকদলের লোকজনেরা। এই নিয়ে ভোট কর্মীদের সঙ্গে গন্ডগোল,অশান্তি শুরু হয়। ইভিএম চুরি করতে না পেরে, বুথের বাইরে তুমুল অশান্তি শুরু হয় দু’পক্ষের মধ্যে। মূলত, শাসক দলের লোকজনদের সাথে এক নির্দল প্রার্থীর লোকজনদের গন্ডগোল, হাতাহাতি ও মারধর শুরু হয়। এরপরই, বিশাল পুলিশবাহিনী এসে জমায়েত হটিয়ে দেয়। এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। এলাকার দখল নিয়েছে বিশাল পুলিশ বাহিনী।