অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে গত কয়েক বছরে সীমিত ওভারের সেরা ব্যাটিং সুপারস্টারদের একজন হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি বর্তমানে ব্যাটারদের জন্য আইসিসি পুরুষদের ওডিআই এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থানে রয়েছেন এবং দিনের পর দিন আরও উন্নতি করছেন।
টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রসঙ্গে, বাবর সম্প্রতি ব্যাটিং মেগাস্টার বিরাট কোহলির রেকর্ডকে অতিক্রম করে দীর্ঘতম সময়ের জন্য ফর্ম্যাটে শীর্ষ-র্যাঙ্কের ব্যাটার হিসাবে আবির্ভূত হয়েছেন। তাঁর ভারতীয় প্রতিপক্ষকে পাশ কাটিয়ে এই অনন্য কীর্তি অর্জনের বিষয়ে পাকিস্তানি তারকা কেমন অনুভব করছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, আজম বিনীত উত্তর দিয়ে জিজ্ঞাসা করেন কোন রেকর্ডটির কথা বলা হচ্ছে। ২৯শে জুন বাবর সবচেয়ে বেশি সময় ধরে নম্বর ১ অবস্থান ধরে রাখা টি-টোয়েন্টি ব্যাটার হয়ে ওঠেন। গত দশকে বিরাট কোহলি এই রেকর্ডটি মোট ১,০১৩ দিনের জন্য ধরে রেখেছিলেন। বাবর সেই সময়কালটি অতিক্রম করে গেছেন।
আরও পড়ুনঃ এফসি গোয়ার এক ফুটবলারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল – NF Bangla Private Limited (newsfrontbangla.com)