স্থানীয়

ঘণ্টাখানেকের ঝড়ে বিপর্যস্ত বালুরঘাট শহর

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাটে ঘন্টাখানেকের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের অধিকাংশ। গতকাল অর্থাৎ শুক্রবার ৮:৩০ টা নাগাদ ঝড় শুরু হয়। শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে।

বালুরঘাট শহরের হাসপাতাল মোড় এলাকায় শতাব্দী প্রাচীন একটি বট গাছ ভেঙে পড়ে ৫১২ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা তথা বালুরঘাট পুরসভার পুরপিতা অশোক মিত্র, বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, এমসিআইসি মহেশ পারাখ সহ জনপ্রতিনিধিরা এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হাত লাগান। পাশাপাশি শুক্রবার বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় যে সমস্ত গাছ পড়ে যায় সেই সমস্ত এলাকায় গিয়ে ঐ গাছগুলিকে সরানোর ব্যবস্থা করেন পুরসভার জনপ্রতিনিধিরা।

রিনা সেন, স্থানীয় বাসিন্দা

শনিবার সকালে খোঁজ খবর নিয়ে জানা যায়, বালুরঘাট ব্লকের কালাই বাড়ি, ডাংগি,চক ভৃগু এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।