এনএফবি,মুর্শিদাবাদঃ
ভল্ট থেকে ৭২ লক্ষ টাকা চুরি ও পরে প্ল্যানিং করে আগুন ধরিয়ে দেওয়া হয় ব্যাঙ্কে ৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ব্যাঙ্কে আগুন কাণ্ডে পুলিশি তদন্তে এমনই চাঞ্চল্যকর রহস্য ফাঁস হল ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্কের গ্রুপ ডি কর্মী মনোজ কুমার সিংহকে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ড. ভোলানাথ পান্ডে।ইতিমধ্যেই পুলিশ ৭২ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছেন এসপি।
উল্লেখ করা যেতে পারে, গত ১০ মে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়ায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ব্যাঙ্কে আগুন কাণ্ডে বেশ কিছু অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ বাড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কার এসডিপিও আসিম খান। শুরু হয় তদন্ত। তারপরেই ব্যাঙ্কের স্টাফদের দফায় দফায় জেরা করে পর্দা ফাঁস হয়। গ্রেপ্তার করা হয় গ্রুপ ডি কর্মী মনোজ সিংহকে। জেরায় আসল রহস্য বেরিয়ে আসে। সাংবাদিক সম্মেলন করে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ড. ভোলানাথ পান্ডে জানান, ইতিমধ্যেই খোয়া যাওয়া ৭২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ কেন বন্ধ ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।