এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
প্রাক্তন খেলোয়াড়দের চিকিৎসার জন্য এগিয়ে এল বেন নেভিস ডায়গনস্টিক সেন্টার। ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত কলকাতার স্বনামধন্য চিকিৎসক। এই সংস্থা তাঁরই। দীর্ঘ দিন ধরে তিনি ময়দানের সঙ্গে যুক্ত থাকায় ময়দানের প্রবীন খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন তিনি।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে ডাক্তার প্রণব দাশগুপ্ত, অলিম্পিয়ান ভেস পেজ ও লিয়েন্ডার পেজের হাতে তুলে দিলেন প্রিভিলেজ কার্ড। রাজ্যের সমস্ত প্রবীন খেলোয়াড়রা এই কার্ডের মাধ্যমে বেন নেভিস ডায়গনস্টিক সেন্টারে যে কোনো পরীক্ষা নিরীক্ষায় পাবেন পঞ্চাশ শতাংশ ছাড়। প্রয়োজনে সাহায্য মিলবে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগও।
অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ঘোষণা করেন, সমস্ত ক্রীড়া সাংবাদিকদেরও এই প্রিভিলেজ কার্ড দেওয়া হবে। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট (CSJC) ক্লাবের মাধ্যমে এই কার্ড পাবেন ক্রীড়া সাংবাদিকরা। এ ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ থাকছে না। লিয়েন্ডার ও ভেস পেজ দুজনই জানান, বেন নেভিস ডায়গনস্টিক সেন্টার প্রাক্তন খেলোয়াড় ও সাংবাদিকদের যে সম্মান দেখালো তা প্রশংসনীয়।