অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ঋদ্ধিমান সাহা আর মহম্মদ শামিকে রেখে রঞ্জি ট্রফির ২২ জনের দল ঘোষণা করল বাংলার নির্বাচকরা । তবে শামিকে যদি bcci রঞ্জি ট্রফি খেলার অনুমতি দেয় তবেই তিনি নামতে পারবেন। কেন না, জাতীয় নির্বাচকরা ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে যে ক্রিকেটারদের আইপিএলের পর বিশ্রাম দিতে চাইছেন বলে বোর্ডসূত্রে খবর, সেই তালিকায় শামির নাম রয়েছে। তবে ঋদ্ধিকে পাওয়া যাবে রঞ্জিতে আশাবাদী কর্তারা। এদিন দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে নিয়ে আলোচনায় বসেছিলেন CAB সভাপতি অভিষেক ডালমিয়া সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও যুগ্ম সচিব দেবব্রত দাস। সেখানেই নির্বাচন হয় দল ।
প্রসঙ্গত ব্যক্তিগত কারণে রঞ্জির গ্রুপ পর্বের ম্যাচ খেলেননি ঋদ্ধি। ভারতীয় দল থেকে বাদও পড়েন । পরে নির্বাচকরা জানান ঋদ্ধি রঞ্জিতে ভালো খেললে ফিরে আসতে পারেন ভারতীয় দলে ।চলতি আইপিএলে আট ম্যাচে ঋদ্ধি ২৮১ রান করে ফেলেছেন । গড় ৪০.১৪। স্ট্রাইক রেট ১২৩.২৫।আগামী ২৭ মে কর্নাটক রওনা হবে ২০ সদস্যের বাংলা দল। ২৯-৩১ মে কর্ণাটকের বিরুদ্ধে ও ২-৩ উত্তরখন্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে দল। আগামী ৬ জুন ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামবে বঙ্গব্রিগেডঝাড়খন্ড কিন্তু বেশ কঠিন প্রতিপক্ষ কারণ ইডেনে প্রিকোয়াটারে তারা রানের পাহাড় গড়ে। এছাড়া বাংলা দলে আছেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। কোচ অরুণ লালের নেতৃত্বে বেশ ভালো পারফরমেন্স করছে বাংলা দল। ২০১৯ -২০ মরশুমে রানার্স হয়। তবে এবার ট্রফি চায় বঙ্গ ব্রিগেড। তিন দশকের ওপরে বাংলা রঞ্জি জিততে ব্যর্থ। এবার করোনার জন্য অন্য ফরম্যাটে রঞ্জি হচ্ছে।ঘোষিত ২২ সদস্যের দলে রয়েছেন- অভিমন্য়ু ঈশ্বরন (অধিনায়ক), মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি (BCCI অনুমতি সাপেক্ষে), অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, অভিষেক রামন, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, সায়নশেখর মণ্ডল, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, ঋত্ত্বিক রায়চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, নীলকণ্ঠ দাস, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র।