ক্রীড়া

সৌরভকে অভিনন্দন জানাতে ভুললেন ভাজ্জি !

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতীয় ক্রিকেটের বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে সচিব জয় শাহর ক্ষমতা বেশি এই খবরে সোচ্চার ভারতীয় ক্রিকেট । এবার সৌরভের কাছের ক্রিকেটার হরভজন সিং সেই বিতর্ক উস্কে দিলেন। শনিবাসরীয় সন্ধ্যাবেলা ভাজ্জি টুইটারে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, “২০০৮ সালে আজকের এই দিনেই ছোটো একটা শুরুয়াত হয়েছিল। তারপর আজ আইপিএল টুর্নামেন্ট বিশ্বের দ্বিতীয় সবথেকে মূল্যবান ক্রিকেট লিগ হিসেবে নিজের জায়গা তৈরি করতে পেরেছে। পিছিয়ে পড়েছে ইপিএল ( EPL) , এমবিএল (MBL) -এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় টুর্নামেন্টও। এটা অসাধারণ একটা কৃতিত্ব।” এরপর তিনি ধন্যবাদের তালিকায় আইপিএল (IPL) টুর্নামেন্ট, বিসিসিআই (BCCI) এবং জয় শাহকে রেখেছেন। পাশাপাশি এই টুর্নামেন্টের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের প্রত্যেককেই হরভজন সিং ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত কিছুদিন আগে ক্রিকেট মহিলা দলের ভারত অধিনায়ক মিতালি রাজও তার অবসর নেওয়ার পরে বোর্ড সভাপতি সৌরভের নাম উল্লেখ না করে সচিব জয় শাহকে ধন্যবাদ জানান।