এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। রাজ্যের নির্বাচনে রক্তপাত নিয়ে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন নেত্রী। তিনি বলেন, “এই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন উঠেছে। এই রাজ্যে নির্বাচনের সময় কেন এত রক্তপাত হয়!” আনিস খুনের প্রতিবাদেও সরব হন ভারতী। বলেন, “আনিস খান যে খুন হয়েছে, তার বাবা আজও উদগ্রীব হয়ে বসে আছে, কিভাবে কে তার ছেলেকে খুন করল জানতে। মানুষকে জানার অধিকার থেকে বঞ্চিত করছে এ রাজ্যের পুলিশ প্রশাসন, শাসক দল। আজকে যেভাবে পুরুলিয়ার ঝালদায় এবং উত্তর ২৪ পরগনার পানিহাটিতে একই দিনে নির্বাচনে জয়ী কাউন্সিলাররা দায়িত্ব নেওয়ার আগে গুলিতে খুন হয়ে যায়, তার থেকে বোঝা যাচ্ছে এই রাজ্যে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। এখানে শাসকের আইন চলছে।”
সোমবার মেদিনীপুর আদালতে মামলা সংক্রান্ত বিষয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাসক দল তৃণমূলকে এই ভাবেই বিঁধলেন কেন্দ্রীয় বিজেপি মুখপাত্র তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ।