এনএফবি, নিউজ ডেস্কঃ
বিজেপিতে যোগ দিলেন প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ভাই, কর্নেল বিজয় রাওয়াত।
বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে পদ্ম শিবিরে যোগ দেন বিজয়। সূত্রের খবর, উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি।
এদিন রাওয়াত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম এবং রাজ্য বিজেপি সভাপতি মদন কৌশিকের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন।
১৯৬২ সালে দেরাদুনে জন্মগ্রহণ করেন রাওয়াত। সেনা কর্মী হিসাবে ৩৪ বছর কর্মরত ছিলেন। অবসরের পর জয়পুরে থাকতেন বিজয়। তাঁর ছেলেও সেনায় রয়েছেন। গোর্খা রেজিমেন্টে ক্যাপ্টেন পদে রয়েছেন।
আরও পড়ুনঃ যোগীকে জব্দ করতে অখিলেশকে সমর্থন মমতার
এদিকে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি লিখে বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী না করার আবেদন জানান।
যদিও চিঠিতে তিনি বলেছেন, দলের জয় নিশ্চিত করার কাজে আরও বেশি মনোনিবেশ করতে চান। তবে সূত্রের খবর, দলের অন্তর্কলহের জন্যই ভোটে দাঁড়াতে চান না ত্রিবেন্দ্র।