এস.এস.সি, টেট সহ একাধিক সরকারী নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

এস.এস.সি, টেট সহ একাধিক সহকারী নিয়োগে বেনিয়ম এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে বিজেপির যুব মোর্চার ডাকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় ৷

এই দিন চন্দ্রকোনারোড বিজেপি দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল গোটা শহর পরিক্রমা করে ৷ এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন,রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে, জেলা বিজেপির সভাপতি তাপস মিশ্র, সহ সভাপতি অরূপ দাস,জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, অন্যান্য বিজেপির কার্যকর্তারা ৷ এইদিন এই মিছিলে কয়েকশো বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা পা মিলিয়েছেন।

নিজস্ব চিত্র