এনএফবি,ঝাড়গ্রামঃ
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন সাধারণ গ্রামবাসীরা। শনিবার সকালের এই ঘটনায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের রান্টুয়া বাজার সংলগ্ন রাজ্য সড়ক।
জানা গেছে, ব্লকের রান্টুয়া থেকে বাজনাগুড়ি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। রাস্তার সর্বত্র খানা খন্দে ভরা। তার উপর এই বর্ষা নামতেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। রান্টুয়া থেকে বাজনাগুড়ি যাওয়ার রাস্তা একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তাই শনিবার সকালে এলাকার গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে রান্টুয়া মোড়ে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার সাধারণ মানুষ। অবরোধের জেরে প্রায় ঘন্টাখানেক যানজটের সৃষ্টি হয় রাস্তার উপর। পরে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী এসে আশ্বাস দিলে অবরোধ উঠে।