অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
১১৩ রানে সেঞ্চুরিয়ন টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। প্রোটিয়ার ব্যাটারদের বিরুদ্ধে বল হাতে আগুনে পারফরম্যান্স দিয়েছেম মহম্মদ শামি। একাই ম্যাচে নেন দশ উইকেট। আর তাই স্বাভাবিক ভাবে শামির প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে বিরাট বলেন, “আমার কাছে ও বিশ্বের সেরা তিন সিমারদের মধ্যে একজন। যে পিচ থেকে বাকি বোলররা সেভাবে সুবিধা করতে পারে না, সেখানেই শামি ফসল ফলায়। এটা হয় শুধুমাত্র ওর শক্তিশালী কব্জির জন্য। শামির সিম পজিশন ও একটা লেন্থে ধারাবাহিক ভাবে বল করে যাওয়ার ক্ষমতা রয়েছে। ও যেখানে বল করে সেখানে ব্যাটারদের পক্ষে বল ছাড়া সম্ভব নয়। অত্যন্ত কোয়ালিটি বোলার শামি। ওর ২০০ উইকেটের জন্য আমি খুশি।”