হাতির হামলায় মৃত ১

এনএফবি, ঝাড়গ্রামঃ

ফের হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম গণেশ সিং, বয়স আনুমনিক ৪৫-৫০।

এদিন ভোরে তিনি প্রাতঃকৃত্য করতে বেরিয়ে ছিলেন। ঠিক তখনই একটি হাতি তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় গণেশবাবুর। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীরা। কোনো মতেই হাতিগুলি এলাকা ছেড়ে যাচ্ছে না। দীর্ঘদিন ধরে বনদপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এলাকায় হাতি তাড়ানোর ক্ষেত্রে বনদপ্তরের হুলো পার্টি রয়েছে, তারাও হাতি তাড়ানোয় ব্যর্থ। শুধু এই ঘটনা আজকের নয়। দীর্ঘদিন ধরে প্রায় প্রতিদিন ব্লক এলাকা জুড়ে কাউকে না কাউকে হাতির দ্বারা মৃত্যু বরণ করতে হচ্ছে। কিছুদিন আগেই পুকুরিয়া এলাকায় এক মহিলাকে মেরে ফেলে হাতি।

এলাকাবাসীদের দাবি যতক্ষণ না পর্যন্ত হাতির দলকে এই এলাকা থেকে না সরিয়ে নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত গণেশবাবুর মৃতদেহ উদ্ধার করতে দেওয়া হবে না। বনদপ্তরের লোক আসলে বনদপ্তরকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।