ঝাড়গ্রামে হাতির হানায় মৃত ১

এনএফবি,ঝাড়গ্রামঃ

ফের হাতির হানায় ঝাড়গ্রামে মৃত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের কুণ্ডলডিহি গ্রামে । মৃত ব্যক্তির নাম বঙ্কিম মল্লিক (৩৫) । জানা গিয়েছে, বুধবার রাত্রি সাড়ে নটার সময় নিজের বাড়ির উঠোনে বসেছিলেন বঙ্কিম মল্লিক । ঠিক সেই সময় একটি হাতি তার বাড়ির উঠোন থেকে তাঁকে শুঁড়ে তুলে নিয়ে গিয়ে কিছুটা দূরে আছাড় মারে। আছাড় মারতেই পেটের নাড়িভুড়ি সব বাইরে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । কয়েকদিন ধরে হাতির হানায় নাজেহাল হয়ে উঠেছে সাপধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া সহ বেশ কয়েকটি গ্রাম । প্রতিদিন রাত হলেই গ্রামে খাবারের খোঁজে দলছুট হাতিরা হানা দিচ্ছে। কিন্তু হাতির হানায় মৃত্যুর ঘটনা গ্রামে চাউর হতেই উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে যান ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষরা । তাদের অভিযোগ, এলাকায় প্রতিদিন রাত হলে হাতি ঢুকছে । অথচ বনদপ্তরের দেখা নেই । হাতির হানায় একজনের মৃত্যু হল, তা সত্ত্বেও বনদপ্তর এসে পৌঁছয়নি। তার আগেই মৃত ব্যক্তির দেহ তুলে নেওয়ার জন্য পুলিশ পৌঁছে গেছে । এই অভিযোগ তুলে তারা পুলিশকে বিক্ষোভ দেখান এবং পুকুরিয়া হাই স্কুলের সামনে ঝাড়গ্রাম চন্দ্রী রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। পরে ঘটনাস্থলে বনবিভাগের আধিকারিকরা পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ।গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বঙ্কিম মল্লিকের দেহ পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

নিজস্ব চিত্র